চোখের
নিচে কালো দাগ
সমাধানঃ খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাঁটতে হলে দেখে নিন
আগে মরিচ বাটা হয়েছে কিনা!!!
আর হ্যাঁ দাগ মুক্ত
হয়ে যাবার পর আপনার জন্য রাত্রি জাগরণ নিষিধ!!!
খুশকি
সমাধানঃ সমপরিমাণ লেবুর রস আর খাঁটি নারকেল তেল একসাথে গরম করতে
হবে। চুলের গোড়ায় গোড়ায় খুব সুক্ষ ভাবে ঘষে নিন। এর আগে থেকেই গরম পানি চুলায় দিয়ে রাখুন। চুলের গোড়ায় দ্রবণটি মাখা হয়ে গেলে দশ মিনিট পর গরম পানিতে
পরিষ্কার তোয়ালে ডুবিয়ে চুপসে কিছু পানি ফেলে দিয়ে এমনভাবে তোয়ালে দিয়ে মাথা চাপে রাখুন
যেন তাপ টুকু চুলে লাগে। এভাবে দুই তিন বার তোয়ালে দিয়ে তাপ ভাপ নিতে হবে। পরপর
তিন দিন এই থেরাপি নিলে পরবর্তী সাত বছরের জন্য আপনার মাথা খুশকি মুক্ত থাকবে
ইনশাল্লাহ।
খুশকি
মুক্ত চুলের জন্য পরিষ্কার
পরিচ্ছন্নতা আবশ্যক। বালিশের কাভার সপ্তাহে একবার পরিষ্কার করা বাধ্যতামুলক। দিনে
দুই বার পরিষ্কার চিরুনী দিয়ে চুল আঁচড়াতে হবে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment