মুলতানি মাটি দিয়ে ত্বকচর্চা করুন !

১) ত্বকের রোদে পোড়া ভাব ও অনুজ্জ্বলতা দূর করতে এক টেবিল চামচ মুলতানি মাটি, এক চা চামচ চন্দনের গুড়া ও গোলাপ জল একসাথে মিশিয়ে রোদে পোড়া জায়গা গুলোতে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বক হবে উজ্জ্বল ও কোমল।

২) স্ক্রাবিংয়ের জন্য তিন টেবিল চামচ মুলতানি মাটি, এক চা চামচ চন্দনের গুঁড়া, এক চা চামচ মধু, এক টেবিল চামচ ময়দা ও পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি পূরো শরীরে লাগিয়ে ১৫ – ২০ মিনিট ম্যাসাজ করুন, এরপর ধুয়ে ফেলুন।

৩) ত্বকের হারানো সজীবতা ফিরে পেতে মুলতানি মাটি, অ্যালোভেরার রস ও গোলাপ জল একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। প্রতিদিন মিশ্রণটি তৈরি করে ব্যবহার করুন। এতে আপনার ত্বকের মলিনতা দূর হয়ে ত্বক হয়ে উঠবে সজীব ও সুন্দর।

0 comments: