প্রাকৃতিক উপায়ে চুলের আগা ফাটা রোধ করুন

চুলের আগা ফাটা সমস্যায় ভুগে থাকেন অনেকেই চুলের আগা ফেটে দু ভাগ হয়ে থাকে এতে চুল বিশ্রী দেখায় চুলের আগা ফাটে বলে চুলও বড় হয় না কিন্তু ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে এই চুলের আগা ফাটা সমস্যা দূর করতে পারেন খুব সহজে কিছু প্রাকৃতিক উপাদানের ব্যবহারে দেখে নিন চুলের আগা ফাটা থেকে মুক্তির উপায়

তেল ম্যাসাজ করুন
চুলের আগা ফাটা রোধ সব চাইতে কার্যকরী উপায় হচ্ছে তেলের ম্যাসাজ। নারিকেল তেল, অলিভ অয়েল কিংবা বাদাম তেল চুলের জন্য অনেক ভালো একটি উপাদান। এই তিনটি তেল একসাথে মিশিয়ে কিংবা আলাদা একটি তেল চুলে ম্যাসাজ করে নিন। সারারাত রেখে সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন ব্যবহারে ভালো ফল পাবেন।

ডিমের হেয়ার মাস্ক
১ টি ডিমের কুসুম, ৩ টেবিল চামচ অলিভ অয়েল এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে চুল ঢেকে রাখুন ৩০ মিনিট। এরপর মৃদু শ্যম্পু করে চুল ধুয়ে ফেলুন। এই মাস্ক সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। চুলে আগা ফাটা দূর হবে।

0 comments: