রোদে পোড়া, অতিরিক্ত আগুনের তাপে দাগ কিংবা মেছতার দাগ দূর করতে যা করবেন

রোদে পোড়া, অতিরিক্ত আগুনের তাপে দাগ কিংবা মেছতার দাগ দূর করতে যা করবেন

) নিয়মিত লেবুর রস আর মধু মুখে দিতে পারেন

) গুড়া দুধ ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন

) অ্যালোভেরা জেল ও আলুর পেস্ট নিয়মিত মুখে লাগাতে পারেন

) আমন্ড অয়েল ও মধু মুখে লাগিয়ে হালকা করে ঘষুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে

) কমলার খোসার গুড়া ও কাচা দুধ এর মিশ্রণ দাগ দূর করতে নিয়মিত ব্যবহার করতে পারেন

) মেছতার জায়গায় লেবুর রস, সামান্য ভিনেগার ব্যবহার করা যেতে পারে কেউ চাইলে অল্প পরিমাণে পানি মিশিয়ে নিতে পারেন।

৭) লেবুর রস, মধু ও কাঁচা পেঁপে মিশিয়ে প্যাক তৈরি করুন। দাগ কমাতে এটি ব্যবহার করতে পারেন।

- তবে বেশি দাগ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া আপনার ত্বকের উপযোগী উপাদান ব্যবহার করুন। বাহিরে বেরুনোর আগে সানস্ক্রিণ লোশন লাগাতে ভুলবেন না। প্রসাধন সামগ্রী দেখে শুনে কিনা উচিত। সেটি যেন ভাল মানের হয় তা খেয়াল রাখবেন।

0 comments: