কিভাবে তৈলাক্ত ত্বকের যত্ন নিবেন ?

একটুতেই ত্বক তেলতেলে হয়ে যায়। কখনো কখনো দেখা যায় ব্রনের উপদ্রব। এমন সমস্যা তৈলাক্ত ত্বকে বেশি। সমস্যা নিয়ে বসে থাকলে তো আর হবে না। সমাধানও আছে। তৈলাক্ত ত্বকে বাড়তি যত্নের প্রয়োজন হয়। ত্বক সব সময় পরিষ্কার রাখতে হবে। তবে এ ধরনের ত্বকের সুবিধা হলো সহজে বয়সের ছাপ পড়ে না। আর যেসব সমস্যা সঠিক ভাবে পরিষ্কার করলে অনেকটাই এড়ানো সম্ভব।

তৈলাক্ত ত্বকের মুখের যত্ন
তৈলাক্ত ত্বকে লোমকূপ বড় হয়ে যায়। তেল জমে সেসব বন্ধ হয়ে ব্রণ উঠে। তাই প্রতিদিন ভালভাবে ত্বক পরিষ্কার করতে হবে। বাড়িতে বসেই ত্বকের যত্ন নিতে পারেন। শসার রস তৈলাক্ততা দূর করতে খুবই কার্যকর। প্রতিদিন বাইরে থেকে এসে শসার রস দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এছাড়া স্ক্রাব হিসেবে ব্যবহার করতে চাইলে এর সাথে চালের গুঁড়া মিশিয়ে নিলেই হবে। যাঁদের মধুতে অ্যালার্জি নেই, তাঁরা সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন এই মিশ্রণে। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহার করলে ত্বক পরিষ্কার হবে। ব্লাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, ব্রণ থাকলে স্ক্রাব করা যাবে না।

0 comments: