ফ্যাশন মানেই পরিবর্তন। এবার সেই পরিবর্তনটি দেখা যাচ্ছে কামিজের ঝুলের ক্ষেত্রে। মৌসুম বদলের সঙ্গে বদল হয় ফ্যাশনেরও। ঝুল তো বটেই, কামিজের কাটছাঁটেও দেখা যায় কিছুটা নতুনত্ব। কামিজের ক্ষেত্রে একটু লম্বা পরার চলটা আবার ফিরে এসেছে। কিছুদিন আগেও অনেকটা ফতুয়ার ঢঙেই কামিজ পরতেন অনেকে। তবে এখন কামিজের দৈর্ঘ্যটা বেড়ে হাঁটু পর্যন্ত পৌঁছাতে দেখা যাচ্ছে।
নতুন লুক আনতে চাইলে হাঁটুর তিন-চার ইঞ্চি নিচ পর্যন্ত কামিজটি বানাতে পারেন। বিদেশি ফ্যাশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পোশাকের ঝুলটা একটু লম্বা। তার প্রভাবে আমাদের দেশেও এ ট্রেন্ডটি এসেছে। আমাদের দেশে পোশাকের ক্ষেত্রে সবার আগে চোখে পড়ে পোশাকের দৈর্ঘ্য। অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনটা দেখা যায় কম। কামিজের ক্ষেত্রে এ লাইন কাটটি জনপ্রিয় হচ্ছে।
গরমে আঁটসাঁট পোশাক কেউ পরতে চাইবে না। বরং একটু ঢিলেঢালা হলেই ভালো লাগবে। হাতা হতে পারে থ্রি-কোয়ার্টার বা এর চেয়েও একটু লম্বা। রোদ থেকে কিছুটা আরাম পাওয়া যাবে তাতে। কামিজের দুই পাশের কাটা কোমর থেকে একটু নিচে নামতে পারে। কামিজের ঘের বেড়ে যাবে।
এখন অনেকেই লম্বা কামিজ বানাতে চাচ্ছেন। তবে আপনার উচ্চতা অনুযায়ী কামিজের দৈর্ঘ্য ঠিক করুন। লম্বা কামিজ পরার ফ্যাশন চালু হয়েছে এবং এটি আরো বেশি দেখা যাবে।
কামিজে পরিবর্তন আসবে কিন্তু সালোয়ারে আসবে না, তা কি হয়। চুড়িদার, ঘের কম দেয়া সালোয়ার, ডিভাইডার ও টাইটস প্রাধান্য পাবে। এর সঙ্গে বেড়ে যাবে মহুরির মাপও। যেটা আগে ১২ ছিল সেটা এখন ১৫ পর্যন্ত যেতে পারে।
কামিজের নিচে, হাতার শেষে চওড়া বর্ডার বসানোর চাহিদার কথা ভেবে সাটিন বা কাতানের পাড় লাগাতে পারেন। কখনো কামিজের রঙে মিলিয়ে আবার কখনো বিপরীত রঙের পাড় দিতে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment