গরম মানেই ত্বকের
বারোটা। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। সুন্দর রুপশ্রীর গোপন রহস্য ফাঁস করতে জানাবো আপনাদের সঠিক
রুপচর্চার ৪ টি ধাপ –
ব্লিচিং
৪ চা চামচ দুধ, ১ চা চামচ মধু, ২ চা চামচ লেবুর রস ভাল করে সব মিশিয়ে নিয়ে মুখের কালো জায়গা গুলোতে মেখে
ফেলুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেনুন।
ক্লেনজিংর
১ চা চামচ মধু, ৩ চা চামচ লেবুর রস ভাল করে মুখে মেখে
২-৩ মিনিট ধরে ম্যাসাজ করুন। কিছুক্ষন পড়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
স্ক্রাবিং
১ চা চামচ বেসন, ১ চা চামচ লেবুর রস, ২-৩ টি পুদিনা পাতা ভাল করে মিশিয়ে নিয়ে মুখে মেখে
ধীরে ধীরে ম্যাসাজ করুন।
টোনিং
ঘৃতকুমারী (অ্যালোভেরা) পাতার রস গোলাপ জলের সাথে মিশিয়ে সেই পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এভাবে রুপচর্চা
চালিয়ে গেলে গরমেও আপনার ত্বক সুন্দর থাকবে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment