পানের নানাবিধ উপকার সম্পর্কে জানেন কি ?

এতোদিন যারা পানের খারাপ দিক জেনে এসেছেন তাদেরকে আজ জানাচ্ছি পানের উপকারী দিক গুলো। পড়ে দেখুন অবাক হয়ে যাবেন যে পানের এতগুলো ভালো দিক আছে –

১) যারা প্রস্রাবের সমস্যায় ভোগেন তাদের জন্য পান ঔষধ হিসাবে কাজ করে। পানের রস শরীরে জমে থাকা বিষাক্ত প্রস্রাবের সাথে বের করে আনে।

২) যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তারাও নিয়মিত পান খেলে উপকার পাবেন।

৩) পানের রস মাড়ির রক্তপাত বন্ধ করতে ভালো ভুমিকা রাখে।

৪) যারা দীর্ঘ দিন ধরে কাশির সমস্যায় ভোগেন তারা ঔষধ হিসাবে পানের রস খেতে পারেন।

৫) বিভিন্ন ধরনের ঘা শুকাতে পানের রস বেশ কার্যকর।

৬) যারা দীর্ঘ দিন ধরে পিঠের ব্যথায় ভুগছেন তারা পান বেটে অল্প তেলে মিশিয়ে পিঠে লাগালে উপকার পাবেন।

৭) মাথা ব্যথা নিরসনেও পান উপকারী।

৮) যারা ধুমপান ছাড়ার চেষ্টা করছেন তাদের জন্য পান বিকল্প উপাদান হিসাবে কাজ করে।

৯) স্নায়ু সুস্থ রাখতেও বেশ সহায়ক পান।

১০)  ব্রনের চিকিৎসায় ও পানের ব্যবহার দেখা যায়।

১১) যে সব মায়েরা সন্তান কে দুধ খাওয়াচ্ছেন তারা যদি নিয়মিত পান খান তাহলে দুধ বৃদ্ধি পাবে।

0 comments: