কিভাবে মাছ এবং সবজি থেকে ফরমালিন মুক্ত করবেন ?

মাছ থেকে ফরমালিন মুক্ত করার উপায়ঃ

) মাছ পানিতে ১ ঘ্ন্টা ভিজিয়ে রাখলে ফরমানিলের মাত্রা শতকরা ৬১ ভাগ কমে যায়

) লবনাক্ত পানিতে ফরমালিন যুক্ত মাছ ১ ঘন্টা ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ৯০ ভাগ ফরমালিনের মাত্রা কমে যায়

) প্রথমে চাউল ধোয়া পানিতে ও পরে সাধারন পানিতে ফরমালিন যুক্ত মাছ ধুয়ে নিলে শতকরা প্রায় ৭০ ভাগ ফরমালিন দূর হয়

) সবচাইতে ভাল পদ্ধতি হলো ভিনেগার/সিরকা ও পানির মিশ্রনে (পানিতে ১০% আয়তন অনুযায়ী) ১৫ মিনিট মাছ ভিজিয়ে রাখলে শতকরা প্রায় ১০০ ভাগই ফরমালিন দূর হয়

সবজি থেকে ফরমালিন দূর করার উপায়ঃ

#) খাওয়ার আগে ১০ মিনিট গরম লবণ পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখুন, ফরমালিন মুক্ত হয়ে যাবে

0 comments: