কিভাবে সহজে মশার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ?

আপনারা হয়তো বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন যে, একটি মশার কয়েলে ১০০ টি সিগারেটের সমান ক্ষতিকর। তাহলে চিন্তার বিষয় কিভাবে এই ক্ষতি মশার যন্ত্রনায় সহজ সমাধান থেকে বাঁচা যায়? আসুন দেখা যাক কিভাবে এই মশার যন্ত্রানা থেকে বাঁচতে পারি?

- একটি প্লেটের মধ্যে ১টি বা ২টি লেবুকে সমান ভাবে ২ ভাগে কেটে নিন। তারপর কিছু লবঙ্গ এর মধ্যে গেথে দিয়ে যেখানে মশার উপদ্রব বেশি সেখানে রেখে দিন।

- লবঙ্গ প্রাকৃতিক রেপেলেন্ট হিসাবে কাজ করে মশাকে আপনার কাছে থেকে দূরে রাখবে।

0 comments: