আমরা পেঁয়াজ রান্নার
কাজে লাগাই। কিন্তু রান্না ছাড়াও পেঁয়াজ দিয়ে আর কি কি উপকার হয় তা নিচে দেওয়া হ লো—
১) পেঁয়াজের রস চুলে দিলে তা উকুন নাশক হিসাবে
কাজ করবে, পাশাপাশি চুল পড়া কমাতেও সাহায্য করবে।
২) দৈনিক পেঁয়াজ খেলে তা আপনার যৌন সমস্যাগুলো
দূর করবে।
৩) লাল পেঁয়াজ মাসিক রোগ সংশোধন করতে সাহায্য
করে, মাসিক শুরু হ ওয়ার কিছু দিন আগে লাল পেঁয়াজ খান উপকার
পাবেন।
৪) কারো নাক দিয়ে রক্ত পড়লে কাঁচা পেঁয়াজ
কেটে তার ঘ্রান নিন রক্ত পড়া কমে যাবে।
৫) যাদের ঘুম কম হয় তারা প্রতিদিন ১টা করে
পেঁয়াজ খেলে ভাল ঘুম হবে।
৬) পোকামাকড় কামড়ালে সেখানে পেঁয়াজের রস
লাগায়ে দিন সেরে যাবে।
৭) সাদা পেঁয়াজ piles থেকে রক্ত ঝরা বন্ধ করে।
৮) যাদের হজমে সমস্যা আছে তারা পেঁয়াজ খেলে
হজম শক্তি বৃদ্ধি পাবে।
৯) পেঁয়াজ শরীর থেকে অবাঞ্ছিত ক্লেস্টেরল
সরাতে সাহায্য করে।
১০) দৈনিক লালা পেঁয়াজ খেলে আপনার করোনারি
হার্ট রোগ থেকে আপনাকে বাঁচাবে।
১১) পেঁয়াজ শরীরে ইনসুলিন উৎপাদন বৃদ্ধি করে।
১২) পেঁয়াজ জয়েন্টের ব্যাথা দূর করে।
১৩) শরীরে কোনো লাল দাগ থাকলে সেখানে হলুদের
সাথে পেঁয়াজের রস মিশ্রিত করে সেখানে ব্যবহার করুন, সেরে যাবে।
১৪) পেঁয়াজ দাঁতের ব্যাথা কমাতে সাহায্য করে।
১৫) আপনার শিশুর কৃমির সমস্যা থাকলে এক চামচ
পেঁয়াজের রস খেতে দিন উপকার পাবেন।
১৬) পেঁয়াজ মেমরি ও স্নায়ুর উন্নতি বৃদ্ধি
করে।
১৭) পেঁয়াজ কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়ে
রাখে।
১৮) প্রতিদিন চিনি দিয়ে পেঁয়াজ খেলে তা শিশুদের
উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment