কিভাবে আপনার মাথার খুশকি দূর করবেন ?

) শ্যাম্পু করার পুর্বে ভেজা চুলে লবণ ঘষে নিন

) রাতে শোওয়ার আগে লেবুর ও আমলকীর রস মিশিয়ে মাথায় লাগিয়ে শ্যাম্পু করুন

) টক দইয়ের সাথে লেবুর রস ও নিম পাতার রস মিশিয়ে মাথায় লাগান এবং আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন

) সারারাত পানিতে মেথি ভিজিয়ে বেটে চুলের গোড়ায় লাগিয়ে আধা ঘণ্টা পর শিকাকাই শ্যাম্পু বা রিঠে দিয়ে চুল ধুয়ে ফেলুন

) নারকেল তেল ও কর্পূর গরম করে মাথায় লাগান এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন

) খুশকি দূর করতে পিঁয়াজের রস খুব উপকারী পেঁয়াজের রসে থাকা সালফার খুশকির বিপরীতে দারুণ কার্যকরী পেঁয়াজ ব্লেন্ড করে এর রস মাথায় লাগিয়ে এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন

) ডিমের সাদা অংশের সাথে লেবুর রস, নিমপাতার রস ও আদার রস এক সঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় লাগান আধা ঘণ্টা পর শ্যাম্পু করুন

0 comments: