কিভাবে ঘরে বসে চুলের জন্য অ্যালোভেরা কন্ডিশনার তৈরি করবেন ?

অ্যালোভেরার অনেক গুলো গুনের মধ্যে একটি গুন হলো এটি চুলের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে কন্ডিশনারের কাজ করে একই সাথে এটি চুলের আর্দ্রতা বজায় রাখে, চুল পড়া রোধ করে এবং খুশকি প্রতিরোধে বিস্ময়কর ভাবে কাজ করে আসুন জেনে নিই কিভাবে অ্যালোভেরার ব্যাবহারে আপনি ঘরে বসেই প্রায় বিনামুল্যে পেতে পারেন সুন্দর মোলায়েম চুল

১) গাছ থেকে দুই বা তিনটি বড়, পুরু পাতা কেটে নিন। আপনার চুল যত বেশি ঘন হবে তত বেশি পাতার দরকার হবে। সাধারণত খুব মোটা চুলের জন্য তিনটি পাতাই যথেষ্ট

) একটি ধারালো ছুরি ব্যাবহার করে প্রতিটি গাছের পাতা থেকে পুরু সবুজ চামড়া সরিয়ে পাতার ভিতরের পরিষ্কার জেলি যতটা সম্ভব বের করে নিন তাই উপরের আস্তারণটি কাটার সময় সতর্ক থাকুন যেন জেলি  কাটা অংশের সাথে পড়ে না যায় একটি বাটিতে জেলি রাখুন

) ব্লেন্ডারে এই জেলি নিয়ে ভাল করে ব্লেন্ড করুন, পানি দেবার দরকার নেই। বের করার আগে দেখুন যেন সবটুকু জেলি খুব ভাল ভাবে ব্লেন্ড হয়।

৪) এইবার এই মিশ্রণটি ভাল করে ছেঁকে নিন। লক্ষ্য করুন, জেলি ছেঁকে নেবার পর যেন তা এর মধ্যের সাদা অংশ থেকে আলাদা হয়ে আসে। নইলে এই সাদা অংশটি চুলে আঠার মত লেগে যাবে। ব্যস তৈরি, আপনার নিজের ঘরে তৈরি টাটকা অ্যালোভেরা কন্ডিশনার।

৫) এবার চুলে ভাল ভাবে শ্যাম্পুর পরে চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত এই জেলি ভাল করে ম্যাসজ করে মেখে নিন। চাইলে অন্য কোন কন্ডিশনার সাথে একই সাথে মিশিয়েও এটি ব্যাবহার করতে পারেন।

৬) অ্যালোভেরা কন্ডিশনার চুলে তার জাদুর পরশ ছোঁয়াতে কিছুক্ষনের জন্য অপেক্ষা করুন।

৭) এবার ভাল করে পানিতে চুল ধুয়ে ফেলুন। আপনার নিয়মিত চুলের যত্নে এভাবেই ব্যাবহার করুন ঘরে তৈরি অ্যালোভেরা কন্ডিশনার।

0 comments: