কিভাবে কালো ঠোঁট স্বাভাবিক করবেন ?

কালো ঠোঁট স্বাভাবিক করতে খুব সাধারণ কিছু নিয়ম মেনে চললে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন চলুন সেগুলো কি একটু দেখে নিই

) আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে এর কোন বিকল্প নেই

) দিনে দুই বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকতে হবে

) অ্যালকোহল এড়িয়ে চলতে হবে

) লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোঁটে লাগান, এতে ঠোঁটের কালোভাব দূর হবে

) মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোটের কালচে ভাব দূর হবে

) ঠোঁটের কোনা অনেক সময় কালো হয়ে যায়। এর সমাধানে, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩ থেকে ৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন।

৭) প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।

৮) রাতে ঘুমাতে যাওয়ার আগে নারিকেলের তেলের সাথে বাদাম তেল মিশিয়ে ঠোঁটে লাগান। সপ্তাহে দু’দিন এই প্যাকটি ব্যবহার করুন। ঠোঁটের কালো দাগ দূর হবে।

৯) দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

১০) ঠোঁটে লিপিস্টিক বা অন্য কিছু ব্যবহারের আগে সেটার গুনগত মান সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

0 comments: