পান-সিগারেট খেলে কেবল নয়, আরও নানান কারনে দাঁতের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। সব সময় ডেন্টিসের কাছে যাওয়া হয়ে উঠে না। তাই বলে কি লালচে থাকবে দাঁত? একদম নয়! রইলো
ঘরোয়া ভাবে দাঁত সাদা করার সহজ উপায়। আর এতে আপনার সহায়ক হবে বেকিং পাউডার ও লেবু!
বেকিং পাউডার নিন
কয়েক চামচ। তার সাথে প্রয়োজন মত লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্ট দিয়ে ব্রাশ করে ফেলুন দাঁত। দেখুন তো, প্রথম ব্যবহারে কেমন ঝকঝকে হয়ে উঠেছে! নিয়মিত ব্যবহারে দাঁত আর হলদে হবার সুযোগই পাবে না।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment