১) পিঠের
কালো ছোপ তুলতে ময়দা ও দুধ একসঙ্গে মিশিয়ে পিঠে দশ মিনিট ধরে ঘষবেন। এটা নিয়মিত করলে
পিঠের ছোপ উঠে যায়।
২) পিঠের কালো দাগ সারাতে দারুচিনি গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে পিঠে লাগান। ইচ্ছা হলে চন্দন বাটাও ব্যবহার করতে পারেন।
৩) সাধারণত আমরা ফেসিয়াল স্ক্রাব করে থাকি। ফেসিয়াল স্ক্রাবের মতো বডি স্ক্রাব শুরু করে দিন। দেখবেন এর ফলে দারুন উপকার পাবেন।
৪) চালের গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন হোম মেইড বডি স্ক্রাব। বডি স্ক্রাবটি লম্বা হাতলের ব্রাশে লাগিয়ে পিঠে ব্রাশ করুন। ডেড সেল তো ঝরে পড়বেই ত্বক হবে উজ্জ্বল ও পরিষ্কার।
৫) ঘাড় ও পিঠের কালো ছোপ দূর করতে মসুর ডাল বাটা, দই এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পর আলতো করে ঘষে তুলে ফেলতে হবে।
৬) গোসলের আগে হলুদ গুঁড়া, দই ১ চা চামচ, বেসন ১ চা চামচ একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে পিঠে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর গোসল করুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।
৭) রোদে পুড়ে পিঠে কালো ছোপ ছোপ দাগ পড়ে। এই ছোপ তুলতে প্রতিদিন শুধু মধু দাগের ওপর লাগাতে পারেন। এতে দাগ কমবে।
৮) পিঠের যে টুকু অংশ দেখা যায় ততটুকু তেও সান স্ক্রিন লাগান। না হলে কালো হয়ে যাবে রোদে পুরে।
২) পিঠের কালো দাগ সারাতে দারুচিনি গুঁড়া এবং লেবুর রস মিশিয়ে পিঠে লাগান। ইচ্ছা হলে চন্দন বাটাও ব্যবহার করতে পারেন।
৩) সাধারণত আমরা ফেসিয়াল স্ক্রাব করে থাকি। ফেসিয়াল স্ক্রাবের মতো বডি স্ক্রাব শুরু করে দিন। দেখবেন এর ফলে দারুন উপকার পাবেন।
৪) চালের গুঁড়ার সঙ্গে দই মিশিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারেন হোম মেইড বডি স্ক্রাব। বডি স্ক্রাবটি লম্বা হাতলের ব্রাশে লাগিয়ে পিঠে ব্রাশ করুন। ডেড সেল তো ঝরে পড়বেই ত্বক হবে উজ্জ্বল ও পরিষ্কার।
৫) ঘাড় ও পিঠের কালো ছোপ দূর করতে মসুর ডাল বাটা, দই এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে লাগিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পর আলতো করে ঘষে তুলে ফেলতে হবে।
৬) গোসলের আগে হলুদ গুঁড়া, দই ১ চা চামচ, বেসন ১ চা চামচ একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করে পিঠে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর গোসল করুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করুন।
৭) রোদে পুড়ে পিঠে কালো ছোপ ছোপ দাগ পড়ে। এই ছোপ তুলতে প্রতিদিন শুধু মধু দাগের ওপর লাগাতে পারেন। এতে দাগ কমবে।
৮) পিঠের যে টুকু অংশ দেখা যায় ততটুকু তেও সান স্ক্রিন লাগান। না হলে কালো হয়ে যাবে রোদে পুরে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment