ত্বকের টান দূর
করতে হলে এই প্যাকটি অনেক কাজ করে। দই, লেমন
জুস, ময়দা, বেসন সবগুলো মিক্সড
করে টান ত্বকে দিতে হবে। ১৫ মিনিট রেখে দেওয়ার পর মুখ পরিস্কার করে ফেলতে হবে।
ত্বকের উজ্জলতার ক্ষেত্রেঃ
এই প্যাক ব্যাবহার
করার ফলে ত্বকের উজ্জলতা ফিরে আসবে। মুসর ডাল, দই,
অরেঞ্জ টুকরো করে প্রথমে ব্লেন্দ করতে হবে এরপর এর সাথে মধু
মিক্সড করে ত্বকের মধ্যে ব্যাবহার করতে হবে। ১৫ মিনিট পর্যন্ত রেখে মুখ ধুয়ে ফেলতে
হবে।
ব্রণ প্রতিকারেঃ
যাদের মুখ
তৈলাক্ত তাদের ব্রণের সমস্যা বেশি দেখা দেয়। আর ব্রণ মুখের লাবন্নতাকে নষ্ট করে
দেয়। ব্রণ থেকে প্রতিকার পেতে হলে এই প্যাকটি ব্যাবহার করতে হবে। দই এর সাথে হলুদ,
সামান্য চিনি এবং সান্দাল উড পাউদার অথবা চন্দন মিক্সড করে
ব্রণের জায়গাগুলোতে দিতে হবে। অল্প কতক্ষণ মাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে
ফেলতে হবে। এই প্যাকটি সপ্তাহে এক বার ব্যাবহার করলে আপনার মুখের ব্রণ খুব
তাড়াতাড়ি চলে যাবে।
এই প্যাকগুলো
আমরা ঘরে বসেই করতে পারি এর জন্য প্রয়োজন শুধু একটু সময় আর ধৈর্য।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment