গলায় মাছের কাঁটা
আটকে গেলে কি করবেন? প্রথমেই খাওয়া হয় পানি, তারপর ভাতকে মুঠো করে খেয়ে
ফেলা হয়। কিন্তু এতেও যদি কাঁটা না নামে, তাহলে কি করবেন? জেনে নিন ৭ টি
ভিন্ন রকম কৌশল। আপনি জানেন কি, গলায় কাঁটা বিধলে দারুন কাজে আসে কোলাকোলা!
১) গলায় কাঁটা বিধলে পানি পান করেন?
কেবল পানি পান করলে হবে না। হালকা গরম পানির সাথে অল্প লবণ গুলিয়ে পান করুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
২) গলায় কাঁটা বিধলে ভাত খেয়ে নামাতে চান?
তাহলে এক কাজ করুন, ভাতকে ছোট ছোট বল বানিয়ে
নিন। তারপর পানি দিয়ে গিলে ফেলুন। ভাতের গোলা চিবিয়ে খেলে কিন্তু কাঁটা নামবে না। পানি দিয়ে গিলে ফেলায় সেরা উপায়।
৩) ভাত খওয়ার চাইতেও সহজ উপায় আছে। গলায় কাঁটা বিধলে খেয়ে ফেলুন একটি কলা। কলা খেতে খেতে দেখবেন কাঁটা নেমে গেছে আর আপনি টেরও পাননি।
৪) এক টুকরো লেবু নিন, তাতে একটু লবণ মাখিয়ে চুষে চুষে লেবুর রস খেয়ে ফেলুন। কাঁটা নরম হয়ে নেমে যাবে।
৫) পানির সাথে সামান্য ভিনেগার মিশিয়ে পান
করলেও ঠিক লেবুর মত কাজ করবে।
৬) গলায় বিধেছে কাঁটা? একটু অলিভ অয়েলও পান করতে পারেন। কাঁটা পিছলে নেমে যাবে।
৭) গলায় কাঁটা নামানোর আধুনিক পদ্ধতি হচ্ছে
কোকাকোলা। এক গ্লাস কোক পান করে ফেলুন, কাঁটা নরম হয়ে নেমে যাবে।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment