কিভাবে আপনার সুন্দর ত্বক আরও উজ্জ্বল করবেন

) ত্বকের রং উজ্জ্বল করতে হলুদ বাটা ও চন্দনের গুঁড়া মিশিয়ে লাগান

) কাঁচা হলুদ বাটা, ময়দা ও দুধের স্বর এক সাথে মিশিয়ে ভালো করে মুখে মাখুন ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন

) মধু, জলপাই তেল, চন্দন বাটা ও এক চিমটি হলুদের মিশ্রন মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয়ে উঠবে

) শসার রস মুখে লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট রাখার পর এক কাপ পানিতে অর্ধেক পরিমাণে লেবুর রস মিশিয়ে সে পানিতে তুলো ভিজিয়ে তা দিয়ে শসার রস তুলে ফেলুন

) তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে দইয়ের সাথে লেবুর রস মিলিয়ে সারা মুখে মেখে রাখুন তারপর কয়েক মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন

) গোলাপ, পুদিনা, আমলা, বাধাকপি ও শসার নির্যাস একসাথে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃন করে তোলে

) ত্বকের হারানো উজ্জ্বল্য ফিরিয়ে আনার জন্য আমন্ড, বাদামি গোলাপের পাপড়ি এবং দুধের স্বর দিয়ে বাটে মুখে লাগান

) ত্বককে টানটান করার জন্য ত্বকে লেবুর খোসা ঘষুন লেবুর খোসায় উপস্থিত অ্যাসিটনজেন্ট লোমকূপ বন্ধ করে ত্বককে টানটান করে

) ত্বকে যদি অন্যরকম এক আভা নিয়ে আসতে চান তাহলে মসূর ডাল বাটা, নিম পাতা বাটা, কাঁচা হলুদ বাটা, দই, মধু একসঙ্গে মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন

0 comments: