কাপড়ে লেগেছে কলমের কালি আর
আপনি ধুয়ে ধুয়ে অস্থির হয়ে পড়েছেন? কিন্তু একরোখা কালির দাগ তুলতে পারছেন না কিছুতেই?
আসুন জেনে নেয়া যাক কাপড় থেকে কলমের কালি তোলার কিছু পদ্ধতি – প্রয়োজন হবে কেবল দুধ
আর ভেনেগার, আর কালির দাগ হবে নির্মুল।
১) কাপড়ে কালি
লেগে গেলে অযথা সাবান দিয়ে ঘষাঘষি না করে কালি লাগা স্থান টুকু কাঁচা দুধের মাঝে
ভিজিয়ে রাখুন। কিছুক্ষন পর ঘষুন। তারপর যেকোন সাবান দিয়ে ধুয়ে নিন। প্রয়োজনে
কয়েকবার “রিপিট” করুন।
২) দাগ যদি
খুব পুরানো হয়, তাহলে অবলম্বন করতে হবে
একটু ভিন্ন উপায়। একটি বাটি বা গামলায় কাঁচা দুধ নিন এবং তার অর্ধেক পরিমাণে ভিনেগার
নিন। এবার কালি লাগা স্থানটি বা কাপড়টি এই মিশ্রনে ভিজিয়ে রাখুন। কয়েক ঘণ্টা থেকে শুরু
করে সারা রাত ভিজিয়ে রাখলে বেশি ভালো হবে। তারপর কাপড়টি নিঙরে শুকিয়ে নিন। পরে স্বাভাবিক
ধোয়ার মত করে ধুয়ে নিন। আর দেখুন তো, মিলিয়ে গেছে না বিরক্তিকর কালির দাগ।
Source: Our Smart Lifestyle
0 comments:
Post a Comment