
সেজে গুজে বের হলেন। পারফেক্ট
মেক আপ পারফেক্ট ড্রেস। ঠিক কিন্তু কোথায় যেন ঘাটতি। চুলের কাট যদি মুখের সাথে মানানসই
না হয় তাহলে সব সাজ এ মাটি। তাই জেনে নিন মুখের সাইজ অনুযায়ী মানানসই চুলের কাট।
কোন মুখে কেমন চুল|
গোলাকার-
এমন কোনো হেয়ার স্টাইল নির্বাচন করা উচিত নয়, যাতে পুরো মাথাটি আরও গোলাকার দেখায়।
আর চুল কাটার সময়...