কামিজের নানা রকম ফ্যাশন

ফ্যাশন মানেই পরিবর্তন এবার সেই পরিবর্তনটি দেখা যাচ্ছে কামিজের ঝুলের ক্ষেত্রে মৌসুম বদলের সঙ্গে বদল হয় ফ্যাশনেরও ঝুল তো বটেই, কামিজের কাটছাঁটেও দেখা যায় কিছুটা নতুনত্ব কামিজের ক্ষেত্রে একটু লম্বা পরার চলটা আবার ফিরে এসেছে কিছুদিন আগেও অনেকটা ফতুয়ার ঢঙেই কামিজ পরতেন অনেকে তবে এখন কামিজের দৈর্ঘ্যটা বেড়ে হাঁটু পর্যন্ত পৌঁছাতে দেখা যাচ্ছে

নতুন লুক আনতে চাইলে হাঁটুর তিন-চার ইঞ্চি নিচ পর্যন্ত কামিজটি বানাতে পারেন বিদেশি ফ্যাশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে পোশাকের ঝুলটা একটু লম্বা তার প্রভাবে আমাদের দেশেও ট্রেন্ডটি এসেছে আমাদের দেশে পোশাকের ক্ষেত্রে সবার আগে চোখে পড়ে পোশাকের দৈর্ঘ্য অন্যান্য ক্ষেত্রে পরিবর্তনটা দেখা যায় কম কামিজের ক্ষেত্রে লাইন কাটটি জনপ্রিয় হচ্ছে

গরমে আঁটসাঁট পোশাক কেউ পরতে চাইবে না বরং একটু ঢিলেঢালা হলেই ভালো লাগবে হাতা হতে পারে থ্রি-কোয়ার্টার বা এর চেয়েও একটু লম্বা রোদ থেকে কিছুটা আরাম পাওয়া যাবে তাতে কামিজের দুই পাশের কাটা কোমর থেকে একটু নিচে নামতে পারে কামিজের ঘের বেড়ে যাবে

এখন অনেকেই লম্বা কামিজ বানাতে চাচ্ছেন তবে আপনার উচ্চতা অনুযায়ী কামিজের দৈর্ঘ্য ঠিক করুন লম্বা কামিজ পরার ফ্যাশন চালু হয়েছে এবং এটি আরো বেশি দেখা যাবে

কামিজে পরিবর্তন আসবে কিন্তু সালোয়ারে আসবে না, তা কি হয় চুড়িদার, ঘের কম দেয়া সালোয়ার, ডিভাইডার টাইটস প্রাধান্য পাবে এর সঙ্গে বেড়ে যাবে মহুরির মাপও যেটা আগে ১২ ছিল সেটা এখন ১৫ পর্যন্ত যেতে পারে
কামিজের নিচে, হাতার শেষে চওড়া বর্ডার বসানোর চাহিদার কথা ভেবে সাটিন বা কাতানের পাড় লাগাতে পারেন কখনো কামিজের রঙে মিলিয়ে আবার কখনো বিপরীত রঙের পাড় দিতে

রুপচর্চায় সাতটি গোপন রহস্য

প্রতিদিন আমরা হাজার হাজার বিউটি টিপস পড়ছি এবং শুনছি। শত শত প্রসাধন সামগ্রী রয়েছে আমাদের চারপাশ জুড়ে। কিন্ত সত্যিকার অর্থে, এগুলোর মাঝে হাতে গোনা কিছু সামগ্রী এবং টিপস কাজে লাগে। চলুন সৌর্ন্দয্যের কিছু সহজ এবং কার্যকর গোপন রহস্য আজ উদঘাটন করা যাক:
রহস্য ০১:
পর্যাপ্ত পানি পান করুন: ভাবছেন এটা কি আর কোন গোপন রহস্য? আট গ্লাস পানি খাবার আইনটি এখন আর কাজে লাগানোর দরকার নেই। নিজের প্রয়োজন অনুযায়ী পানি পান করুন, যাতে পিপাসা না লাগে। এতে শরীর ভালো থাকার পাশাপাশি ত্বকও ভালো থাকবে।
রহস্য ০২:
সানস্ক্রিন লাগানো খুবই জরুরি: সানস্ক্রিন সতেজ এবং তারুণ্যদীপ্ত ত্বকের অঙ্গীকার দেয়। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বক ক্যান্সার এবং ত্বকে বয়সের ছাপ পড়ার প্রধান কারণ হিসেবে প্রমানিত হয়েছে। তাই ত্বকের সঠিক যত্ন নিতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে যাবার অন্তত ১৫ মিনিট আগে সারা শরীরে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিন, শরীরে ভালোভাবে মিশে যাবে।
রহস্য ০৩:
ত্বককে ময়েশ্চরাইজ করুন: প্রতিদিন শরীরে ময়েশ্চরাইজিং লোশন মাখুন। এতে আপনার শরীরের ত্বক ভালো থাকার পাশাপাশি বয়সের ছাপ দেড়িতে পড়বে এবং ত্বক টান টান থাকবে।
রহস্য ০৪:
হাত ঘাড়ের যত্ন: মুখের ত্বকের মতোই ঘাড় এবং হাতের ত্বকের যত্ন নিন। কারণ মুখ আর ঘাড়ের ত্বকের মাঝে যদি পার্থক্য থাকে তাহলে তা নিশ্চয়ই ভালো দেখাবে না। নিয়মিত পরিষ্কার এবং ময়েশ্চরাইজ করুন। ঘাড় এবং হাত পায়ে মানানসই লোশন ব্যবহার করুন। এতে মুখ এবং ঘাড়, হাত পায়ের ত্বকে কোন দৃশ্যমান পার্থক্য চোখে পড়বে না।
রহস্য ০৫:
ব্যায়াম করুন: ত্বকে তারুণ্যের উজ্জলতা দেখতে চাইলে শুধুমাত্র ফেসিয়াই যথেষ্ট নয়। ব্যায়াম দেহে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিয়ে ত্বকে অক্সিজেন প্রবাহ বাড়ায়। তাই প্রতিদিন যতোটা সম্ভব হালকা এবং ভারী ব্যায়াম করুন।
রহস্য ০৬:
পযাপ্ত পরিমাণ খাবার খান: প্রতিদিন যথেষ্ট পরিমান ফল এবং সবজি খান। ভিটামিন’, ‘সিএবংখাওয়ার ওপর বেশি জোর দিন। এসকল ভিটামিন ত্বকে এন্টি-অক্সিজেন হিসেবে কাজ করে ত্বককে ভালো রাখে।
রহস্য ০৭:
ভালো আছি: নিজের মনকে বলুন ভালো আছি। নিজের পছন্দের কাজগুলো করুন যা আপনার মনকে খুশি রাখে। যদি ভেতর থেকে মনকে ভালো রাখা যায় তবে তার প্রভাব আপনার ত্বকেও পড়বে

কিভাবে গ্রীষ্মে ত্বকের যত্ন নিবেন ?

আজকের নারী যারা ঘরে বাহিরে কাজ করেন, তাদের কাছে গ্রীষ্ম কালটা একটু অস্বস্তিকর গরমে ঘাম, ঘামাচি, রোদে পোড়া কালচে দাগ, ব্রন, অ্যালার্জি সুযোগ পেলেই হামলা করে একে তো বাহিরে প্রখর রোদ, ঘরেও শান্তি নেই এসময় গরমে ত্বকে নানা সমস্যা দেখা দেয়

গরমে ঘামাচি থেকে পরিত্রাণ পেতে হলে যা করতে হবেঃ
) যাদের ত্বকে এরই মধ্যে ঘামাচি হয়েছে, তারা নিম পাতার রস লাগালে উপকার পাবেন
) তিতা জাতীয় সবজি খাদ্য তালিকায় রাখুন
) ঘাম বেশী হলে ট্যালকম পাউডারের সাথে এক চিমটি খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন।
৪) যাদের ঘাম থেকে দুর্গন্ধ হয়, তারা বডি স্প্রে ব্যবহার করুন।
৫) পিয়াজ ও রসুন কম খেলেও ঘামের দুর্গন্ধ কম হয়।

গরমে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে যা করনীয়ঃ
অতিরিক্ত রোদ ও গরমে ত্বকের উজ্জ্বলতা অনেক কমে যায়। এ সময় ত্বকের উজ্জ্বলতা ও লাবণ্য ফিরিয়ে আনতে আপনাকে যা করতে হবে –
১) মধু ও দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসেজ করতে পারেন।
২) পাকা কলা খুব ভালোভাবে পেস্ট করে ত্বকে লাগিয়ে রেখে কিছুক্ষন পর ধুয়ে ফেলুন।
৩) আঙ্গুর বা কমলার রস দিয়ে হালকা ভাবে ১০ মিনিট ম্যাসেজ করতে পারেন।

গরমে ত্বকের যত্নে সতর্কতাঃ
গরমের সময় আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়। এ সময় একটু সতর্ক হলে সমস্যা এড়িয়ে চলা যায়। বাহিরে গেলে ত্বকে সানস্ক্রিন ক্রিম লাগাতে হবে। এতে ত্বকে রোদের তাপ লাগবে না, আর ত্বকও ভালো থাকবে। তবে খেয়াল রাখতে হবে, একবার লাগানো সানস্ক্রিন ক্রিম যেন তিন ঘন্টার বেশি না থাকে। একই ক্রিম বেশিক্ষন ত্বকে লাগানো থাকলে তাতে ত্বকের ক্ষতি হতে পারে। তাই সময় পেলেই পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ত্বক ধুয়ে প্রয়োজনে আবার এ ক্রিম লাগাতে হবে। গরমের দিনে বেশি রাত জেগে থাকা ঠিক নয়।