কিভাবে চোখের নিচে কালি দূর করবেন ?

চোখের নিচে কালি পড়ার খুব প্রচলিত একটি কারণ হলো, কোন কারণে খুব বেশি চাপে থাকা কেউ যদি দিনে কমপক্ষে ৮ ঘণ্টা না ঘুমায়, তাহলে তার চোখের নিচে কালি পড়ার সম্ভাবনা থাকে শরীর থেকে অনেক বেশি মাত্রায় পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক এবং শরীর দুর্বল হয়ে যায় এর ফলে চোখের নিচে কালি পড়ে

সমাধানঃ
) কয়েক টুকরা শসা বা আলু নিন ঠান্ডা পানিতে এগুলো এমনভাবে পেস্ট করে নিন যাতে একটি তরল মিশ্রণ তৈরি হয় কিছু তুলা এই মিশ্রনে ভিজিয়ে নিন এবং চোখের নিচে ১৫২০ মিনিট লাগিয়ে রাখুন এতে আপনার চোখের নিচে কালো দাগ কমে যাবে

) চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য নিয়মিত দুধে তুলা ভিজিয়ে তা চোখের চারপাশে ম্যাসাজ করুন

) ব্যাবহারিত টি-ব্যাগ চোখের পাতার ওপর ১০ মিনিট রাখলে ফল পাবেন

) ডার্ক সার্কেল কমাতে টমেটো পেস্ট করে তার মধ্যে এক চিমটি হলুদ গুঁড়া ও সামান্য লেবুর রস মিশিয়ে চোখের চারপাশে ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন

0 comments: