কিভাবে বুঝবেন আপনার ত্বক তৈলাক্ত ?

নিচের এই উপসর্গগুলো থাকলে বুঝবেন যে আপনার ত্বক তৈলাক্ত
) কপালে, নাকে ও থুতনিতে চকচকে এবং পিচ্ছিল একটা ভাব থাকে এই এলাকাকে টি জোন বলে

) ত্বকটি নরমাল বা স্বাভাবিক ত্বকের চেয়ে ঘন, মোটা থাকে

) মুখের পোরগুলো বড় থাকে এবং খালি চোখেই দেখা যায়

) মুখে ব্রন, ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস এবং গুটি গুটি উঠে

) মুখ ধোয়ার কিছু সময় পরেই মুখ তৈলাক্ত হয়ে যায়

) ঘুম থেকে উঠার পর মুখ অতিরিক্ত তৈলাক্ত থাকে

) নাকের চারপাশে সাদা সাদা চামড়া থাকে

তৈলাক্ত ত্বকের প্যাকঃ
) গোলাপের পাপড়ি বাটা, টক দই ও মধু মিশিয়ে প্যাক তৈরী করে মুখে লাগিয়ে রাখুন, ১৫ মিনিট পর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) আধা চামচ লেবুর রস, পাকা পেঁপে এবং ডিমের সাদা অংশ মিশিয়ে মাস্ক তৈরি করে ব্যাবহার করুন।

৩) ২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ গ্লিসারিন, ৩ টেবিল চামচ গোলাপ পানি। একটি পরিষ্কার পাত্রে নিয়ে একসাথে মিশিয়ে নিন। এটা বেশ ঘন একটা দ্রবণ তৈরি হবে – এবার এই প্যাকটি মুখ, ঘাড়, গলা ইত্যাদি জায়গাগুলো সহ হাতের খোলা অংশে লাগায়ে নিন।

0 comments: